মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আমি মানসিকভাবে অসুস্থ, সব বিষয়ে কাল কথা বলবো: আল-আমিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে দায়ের স্ত্রীর দায়ের করা মামলার বিষয়ে কথা বলতে রাজী হননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। তবে এ সময় তিনি বলেন, আমি মানসিক ভাবে অসুস্থ। আর মামলাসহ যাবতীয় সব বিষয়ে গণমাধ্যমে কথা বলবো বুধবার (৭ সেপ্টেম্বর)।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিন পাওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ কথা বলেন তিনি।

এ সময় তাকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্ন তোলে আল আমিন বলেন, একজনের বিষয়ে লিখলে জেনে লেখা উচিত। তখন সাংবাদিকরা তার বিরুদ্ধে করা মামলা মিথ্যা কিনা জানতে চাইলে বলেন, আমি মানসিক ভাবে অসুস্থ। সব বিষয়ে আগামীকাল কথা বলবো।

এর আগে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্মপণ করার জন্য বলেছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) জামিন আবেদন করেন আল-আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন তিনি। পরে এসব অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।

এর আগে গত ২ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজহার গ্রহণ করে এদিন ধার্য করেন।

এরও আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

সর্বশেষ - আইন-আদালত