সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর মঞ্চ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোর মঞ্চের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলালের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাসহ কয়েকশো মানুষ অংশ নেন।
আলোর মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের উদ্দেশ্য একটি অসাম্প্রদায়িক, সভ্য ও উন্নত বাংলাদেশ এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। একইসঙ্গে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সংরক্ষণেও কাজ করে থাকে এ সংগঠন।