পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (৬৩)। তিনি মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির দুটি মামলা রয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ব্যক্তিরা ও পুলিশ জানিয়েছে, সকালে ওই খালের পাড় ধরে হেঁটে যাওয়ার সময় কয়েক ব্যক্তি একটি লাশ পড়ে থাকতে দেখেন। মাধবদী থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরে মো. শাহজাহানের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। বেলা সাড়ে ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মারা যাওয়া ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে মাধবদী থানার উপপরিদর্শক আবু ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই ব্যক্তির নামে মাধবদী থানায় ডাকাতির দুটি মামলা রয়েছে। কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হন তিনি।