রানি এলিজাবেথের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা উদ্বেগ জানানোয় তার বর্তমান আবাস স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছুটে যাচ্ছেন পরিবারের সদস্যরা। বিবিসির খবর অনুসারে, রানির চার সন্তানই এই মুহূর্তে পথে রয়েছেন।
৯৬ বছর বয়সী রানি এলিজাবেথের চার সন্তানের পাশাপাশি আট নাতি-নাতনি রয়েছে। এই নাতি-নাতনিদের রয়েছে আরও ১২ সন্তান।
রানির বড় সন্তান এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস বিয়ে করেছেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলাকে।
রানির দ্বিতীয় সন্তান এবং একমাত্র কন্যা প্রিন্সেস অ্যান। তিনি বিয়ে করেছেন ভাইস অ্যাডএম টিমোথি লরেন্সকে। প্রথম স্বামী ক্যাপ্টেন মার্ক ফিলিপসের ঘরে অ্যানের দুটি সন্তান রয়েছে।
রানির তৃতীয় সন্তান ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু। তার রয়েছে দুটি সন্তান। একটি বিতর্কিত সাক্ষাত্কারের পরে ২০১৯ সালে ‘কার্যকরী রাজসদস্য’ হিসেবে পদত্যাগ করেন তিনি।
রানির কনিষ্ঠ সন্তানের নাম প্রিন্স এডওয়ার্ড, আর্ল অব ওয়েসেক্স। তিনি ওয়েসেক্সের কাউন্টেস সোফিকে বিয়ে করেছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে।