শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইবি শিক্ষার্থী উর্মি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম ঊর্মি হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন।

এসময় ঊর্মির সহপাঠী সাদিয়া প্রিয়া বলেন, ঊর্মির মতো আর কেউ যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়। তার স্বামী খুনি প্রিন্সসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু শিকলি মো. ফতেহ আলী চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। আমরা জানতে পারছি ওই শিক্ষার্থীর শ্বশুরবাড়ির লোকজন প্রভাবশালী হওয়ায় পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী মোড় এলাকায় নিশাত তাসনিম উর্মিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পরিবার অভিযোগ করেন। এ ঘটনায় ঊর্মির পরিবার বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করে। পরে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্বামী পিন্স ও তার বাবাকে আটক করে পুলিশ।

 

সর্বশেষ - আইন-আদালত