সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে পশ্চিমবঙ্গ সরকার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের মমতা সরকার। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর ‘মাত্রাতিরিক্ত’ ব্যবহারের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হবে।

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারের হাতে থাকা তদন্তকারী সংস্থাগুলো, যেমন সিবিআই, ইডি ও আয়কর বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশনকেও এভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তথা রাজ্যের বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবহার করার কাজ শুরু করেছে সরকার।

’ শোভনদেব আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেখানে বিরোধীদের সরকার আছে, সেখানে সরকার ফেলার চেষ্টা করছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে। ’প্রসঙ্গত, গত কয়েক মাসে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে  কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি জেরা করেছে ইডি। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকেও জেরার জন্য বারবার তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে বক্তৃতায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে বিধানসভার অধিবেশনে। আগামী ১৪ সেপ্টেম্বর অধিবেশন মুলতবি হলে তৃণমূল বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই বৈঠকেই নিন্দা প্রস্তাবের দিন সব বিধায়কের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন তৃণমূল পরিষদীয় দলের এক গুরুত্বপূর্ণ সদস্য।

বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ মনোজ টিগগা বলেছেন, ‘১৩ সেপ্টেম্বর আমাদের নবান্ন অভিযান। তার পরেই পরিষদীয় দলের বৈঠক করে বিধানসভায় ওই আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা ঠিক করা হবে। ’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ - দেশজুড়ে