সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মহেশপুরে কপোতাক্ষ নদে কারেন্ট জালে মাছ শিকার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২২ ৩:০২ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে অবৈধ কারেন্ট ও চায়না ম্যাজিক জাল দিয়ে মাছ ধরা ও মাছের প্রজনন নষ্ট করা হচ্ছে প্রতিদিন। এ বিষয়ে সোমবার উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। মহেশপুরের এই নদে প্রতিদিন প্রায় ২শত কারেন্ট ও ম্যাজিক জাল দিয়ে মাছ ধরা হয়ে থাকে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের নদ-নদী খননের আওতায় মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটিও খনন করা হয়েছে। যার ফলে নদীর গভীরতা ও প্রশস্ততা বেড়েছে। নদী গভীর ও প্রশস্ত হওয়ায় মাছের প্রচুর ডিম ও পোনা ফুটেছে। এছাড়াও সরকারী ভাবে নদ খনরের পরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কিন্তু কিছু অসাধু মানুষ কারেন্ট ও ম্যাজিক জাল দিয়ে প্রতিদিন সে মাছ গুলো ধরে নিচ্ছে। এসব নিষিদ্ধ জালের ব্যবহারে মাছ ও মাছের প্রজনন নষ্ট হচ্ছে। আর এসব কারণে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগটি দেখেছি, বর্তমানে দেশে নিষিদ্ধ কারন্টে জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে আইন রয়েছে। নিবার্হী কর্মকর্তার সাথে আলাপ করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, আমি এখনও এলাকাবাসীর লিখিত অভিযোগটি হাতে পাইনি। হাতে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত