মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অবশেষে বিয়ে করছেন আলি-রিচা, জানা গেলো দিনক্ষণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৬:৩৯ পূর্বাহ্ণ

বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা রিচা চাড্ডা ও আলি ফজল। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন তারা। আগামী ৬ অক্টোবর গাঁটছড়া বাঁধবেন তারা। বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ের একটি বাংলোতে। আর বিবাহপরবর্তী সংবর্ধনা ৭ অক্টোবর।

অবশ্য ৩০ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। বন্ধুবান্ধব, সহকর্মী ও পরিবারের সদস্যদের জন্য দিল্লি ও মুম্বাইয়ে দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

জানা গেছে, চারজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিচার বিয়ের পোশাক ডিজাইন করবেন। প্রায় ১০ বছরের প্রেম, এবার পরিণতি পাওয়ার অপেক্ষায়। রিচা এবং আলির ২০২০ সালে গাঁটছড়া বাঁধার কথা ছিল, তবে মহামারির কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। পরে এই জুটি ২০২২ সালের মার্চে বিয়ের পরিকল্পনা করেন। বর্তমানে মুম্বাইয়ে সাগরমুখী একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকেন তারা।

২০১২ সালে ‘ফুকরে’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় আলি ও রিচাকে। সিনেমার শুটিং চলাকালে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ঘনিষ্ঠ বন্ধুরা জানান, আলি-রিচার সম্পর্ক শুধু বন্ধুত্বে আর আটকে নেই।

৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দু’জনকে একসঙ্গে। তারপর আর বুঝতে কারও বাকি থাকেনি যে প্রেমসাগরে ডুব দিয়েছেন দুই তারকা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।

 

সর্বশেষ - আইন-আদালত