মামলাজট হ্রাস সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে (বিচারক) মনোনীত করা হয়েছে।‘রিডিউসিং ব্যাকলগ অব কেইসেস ইন বাংলাদেশ থ্রু কোর্টরুম অ্যান্ড কেইস ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারটি আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রহমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইউএসএআইডি’র প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাক্টিভিটি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ কর্তৃক যৌথভাবে আয়োজিত দিনব্যাপী এ সেমিনার আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সেমিনারে অংশগ্রহণের জন্য বিচারিক কর্মে নিয়োজিত মনোনীত বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিষয়ে সুপ্রিম কোর্টের সম্মতি রয়েছে। মনোনীত কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সব নির্দেশাবলীর জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
‘রিডিউসিং ব্যাকলগ অব কেইসেস ইন বাংলাদেশ থ্রু কোর্টরুম অ্যান্ড কেইস ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারের যাবতীয় ব্যয় ইউএসএআইডি’র প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাক্টিভিটি বহন করবে।