“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে মানববন্ধন পালন করেছে দিনাজপুর মহিলা পরিষদ। বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য- শুল্কা কুন্ডু, সাংবাদিক মোরশেদুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতি জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।