গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারুক, রানার্সআপ হতে পারলেও এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে ওঠার একটা ভালো সুযোগ থাকবে বাংলাদেশের। আর সে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের যুবাদের করতে হবে অসাধ্য সাধন- পয়েন্ট বের করতে হবে কাতারের মত শক্তিশালী দলের কাছ থেকে।
বাহরাইনে চলতি এশিয়ান বাছাইয়ের ‘বি’ গ্রুপে বাংলাদেশের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৭ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক বাহরাইনকে গোলশূন্য রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে এনেছিল বাংলাদেশ।
পরের ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার একটা আশা বাঁচিয়ে রাখা লাল-সবুজ কিশোরদের সামনে এবার বাধা বিশ্ব ফুটবলে আরেক শক্তিশালী দেশ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের যুবারা।
ফিফা র্যাংকিং বলুন আর মাঠের নৈপূন্য- বাহরাইনের চেয়েও অনেক এগিয়ে কাতার। সে দেশের যুবদলের বিপক্ষে বাংলাদেশ চায় একটা অঘটন ঘটাতে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ কিছু একটা করবে এমন প্রত্যাশা দলের ম্যানেজার বিজন বড়ুয়ার।
বাহরাইন থেকে পাঠানো এক ভিডিও-বার্তায় বিজন বড়ুয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোন অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। এখন কাতারকে হারাতে পারলে আমাদের চূড়ান্ত পর্বে ওঠা হবে। আমাদের ছেলেদের সেই সক্ষমতা আছে। আমি ছেলেদের বলেছি, আমরা যদি পদ্মাসেতু তৈরি করতে পারি তাহলে কাতারকে হারাতে পারবো না কেন? আমি দেশবাসীকে বলবো- আপনারা আমাদের জন্য দোয়া করুন। আমরা অবশ্যই কালকের মাচ জিতে দেখিয়ে দিতে চাই।’
দুই ম্যাচ করে শেষে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতার। তাদের ঝুলিতে পূর্ণ ৬ পয়েন্ট। এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাহরাই। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ।
১০ গ্রুপের এই বাছাই পর্ব থেকে ১৫ টি দল উঠবে চূড়ান্ত পর্বে। এর মধ্যে ১০টি দল উঠবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং পাঁচটি দল উঠবে সেরা রানার্সআপ হিসেবে।