বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মৌলভীবাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে গ্রামের লোকজন ছায়েমকে ধরার চেষ্টা করেন। এ সময় ছায়েম তাঁর সঙ্গে থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেন। লোকজন ধাওয়া দিলে তিনি ধানখেতের মধ্যে লুকানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই ছায়েমের মৃত্যু হয়।

গিয়াসনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে চুরি করতে গেলে লোকজন ছায়েম মিয়াকে ধরে ফেলে। পরে লোকজন তাকে ধাওয়া দিয়ে পিটুনি দিয়েছে। ছায়েম পেশাদার চোর। চুরির অভিযোগে জেলে ছিল। এক সপ্তাহ আগে জামিনে বেরিয়ে আবার চুরি শুরু করেছে। পাবলিকরে একেবারে জ্বালিয়ে তুলেছে। এলাকার মানুষ তাই ছায়েমের ওপর ক্ষুব্ধ ছিল।’

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, চুরির অভিযোগে ছায়েমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ - দেশজুড়ে