বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু, কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করলে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রধান উপদেষ্টা আরিফুর রহমান বলেন, ২৫ লাখেরও বেশি বিক্রয় প্রতিনিধি রয়েছে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। অল্প বেতনে চাকরি করতে হয়। আমরা কীভাবে চলি।
তিনি বলেন, আমরা কাজ বন্ধ করলে সারাদেশ অচল হয়ে যাবে। কোনো পণ্য কোথাও পৌঁছানো যাবে না।
এসময় সংগঠনটির পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো-
১. মূল বেতন ১৫০০০ টাকা, বাড়িভাড়া ৫০০০ টাকা, চিকিৎসা ১৫০০ টাকা, দুপুরের খাবার বাবদ ৩১২০ টাকা, মোট ২৪৬২০ টাকা দিতে হবে।
২. বিক্রয় প্রতিনিধিদের চাকরি স্থায়ী করা।
৩. সব বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করা।
৪. চাকরিচ্যুত করতে হলে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করা।
৫. কর্মরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া।
৬. বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস দেওয়া।
৭. সরকারি সব ছুটিতে বিক্রয় প্রতিনিধিদেরও ছুটি দেওয়া (শনিবার ছাড়া)।
৮. সব বিক্রয় প্রতিনিধিদের বছরে ১০ শতাংশ হারে বেতন বাড়ানো।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠা পরিষদের সদস্য মো. নাজির ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী জাতীয় পরিষদের সমন্বয়ক মো. শেখ আবদুল রাজ্জাক, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী পরিষদের সভাপতি মো. আশিকুজ্জামান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ফোরামের আহ্বায়ক মো. জিয়াউর রহমানসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।