পাঁচালী ফিল্মসের আয়োজনে আজ (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বল্পদৈর্ঘ কাহিনি চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাস্উদ সুমন।
উদ্বোধনী প্রদর্শনীতে আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা ফরিদুর রহমান, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন চলচ্চিত্র নির্মাতা মাস্উদ সুমন।
এতে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, মোহাম্মদ বারী, স্বদেশ রঞ্জন দাশ গুপ্ত, রিয়া চৌধুরী, জুলফিকার আলী বাবু, রুবেল শংকর বিশ্বাস, আবু বকর বকশী, ঠান্ডু রায়হান, মাধবী কুজুর, শ্রেয়শ্রী সরকার, ফারজানা আক্তার, কাকন বালা প্রমুখ।
নির্মাতা মাস্উদ সুমন বলেন, ‘আমি প্রায় দুই দশকের অধিক সময় ধরে মঞ্চনাটকের সাথে জড়িত। মঞ্চনাটকের সাথে শিল্পের সকল শাখার সম্পৃক্ততা আছে। সেট, আলো, শব্দ, আবহসংগীত ইত্যাদির যথাযথ ব্যবহার সম্পর্কে ভালো ধারণা প্রয়োজন হয়। চলচ্চিত্রের ক্ষেত্রেও বিষয়টা একই রকমের। আমার মঞ্চের এই ক্ষুদ্র জ্ঞান চলচ্চিত্র বানানোর ক্ষেত্রে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে।’