নেত্রকোনার কলমাকন্দায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানিগাঁও গ্রামের মজম আলীর স্ত্রী কুলসুমা খাতুন (৫০)।
রবিবার সকালে নিজ ঘর ঝাড়ু দিতে গিয়ে তিনি পড়ে থাকা ফ্রিজের তারে জড়িয়ে আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ ওই নারীকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুলসুমা খাতুনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।