রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের ব্যস্ততম সড়ক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৪:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুরনো টিপরদী সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক, পথচারী ও যাত্রীরা। এছাড়া ঝুঁকি নিয়ে যানবাহন চলতে গিয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী, পর্যটকসহ সর্বস্তরের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এটি। বর্তমানে চলাচলে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে সড়কটি। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা, স্থানীয় শিল্পকারখানার ভারী যানসহ তিন-চার হাজার বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। এতে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

jagonews24

স্থানীয়রা জানান, সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে গোয়ালদী শাহী মসজিদ, প্রাচীন জনপদ পানাম নগর, টাকশাল, নীলকুঠি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসা পর্যটকরা এ সড়ক ব্যবহার করে থাকেন।

আব্দুর রহিম নামের এক রিকশাচালক বলেন, ‘রাস্তার অবস্থা খারাপ হওয়ায় রিকশা নিয়ে ঠিকমতো চলাচল করতে পারি না। বড় বড় যানবাহনগুলো রাস্তা দিয়ে পার হতে পারলেও রিকশা মাঝেমধ্যে গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে।’

তৌকির আহমেদ নামের এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে আমাদের ব্যবসার অবস্থা শোচনীয় হয়ে গেছে। বড় কোনো যানবাহন গেলে রাস্তার পানি দোকানের মধ্যে চলে আসছে। বৃষ্টি হলে রাস্তা অনেকটা সমুদ্র হয়ে যায়।’

jagonews24

দেলোয়ার হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘রাস্তাটি সংস্কার খুব দরকার। রাস্তার অবস্থা খারাপ থাকায় আমাদের মালামাল আনতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বেচাকেনাও কমে গেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এ রাস্তা দিয়ে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে আসে। তারা আমাদের চাইতে বেশি ভোগান্তিতে পড়ছেন।’

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক জাগো নিউজকে বলেন, আমরা এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। বাজেট চলে পেলে শিগগির সড়কটির সংস্কার কাজ শুরু হবে।

sid-4

সোনারগাঁ পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, এ সড়কে প্রচুর ভারী যানবাহন চলাচল করে। আমাদের পৌরসভার ফান্ড খুবই দুর্বল। এরপরও আমরা চেষ্টা করছি সড়কটি ভালো করে সংস্কারের৷ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছি। এছাড়া রাস্তার দুরবস্থার বিষয়টি সোনারগাঁয়ের সংসদ সদস্যের নজরেও এসেছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আশা করি শিগগির এ সমস্যার সমাধান হবে।

সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদ এলাহীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন-আদালত