সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

লটারিতে বাজিমাত, ২৫ কোটি রুপি জিতলেন কেরালার অটোচালক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৬:৪৫ পূর্বাহ্ণ

ভারতের কেরালা রাজ্যে এক অটোরিকশা চালকের ভাগ্য বদলেছে লটারি জিতে। রোববার (১৮ সেপ্টেম্বর) লটারিতে ২৫ কোটি রুপি জিতে নিয়েছেন অনুপ। অনুপ শেফ হিসেবে কাজ করার জন্য মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

জানা গেছে, ‘ওনাম বাম্পার লটারি’ নামে ছাড়া লটারি গত শনিবার কেনেন অনুপ। রোববার সেই লটারির ড্র অনুষ্ঠিত হয়। অথচ এই লটারি পাওয়ার আগে অনুপ ৩ লাখ রুপি ব্যাংক ঋণ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।

কেরালার শ্রীবরাহম গ্রামের অনুপের লটারি জেতার খবরে উচ্ছ্বসিত তার স্বজনসহ গ্রামবাসীরা। তবে অনুপের ভাষ্য, এভাবে লটারি জেতার আশা করেননি তিনি।

অনুপ আরও বলেছেন, তিনি ব্যাংক ঋণের জন্য আবেদন করেছিলেন এবং সেখান থেকে তাকে ফোন করা হয়। তিনি আর মালয়েশিয়া যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এবং তার ব্যাংক ঋণেরও প্রয়োজন হবে না।

তিনি আরও জানান, গত ২২ বছর ধরে লটারির টিকিট কিনছেন এবং অতীতে কয়েকশ লটারি থেকে সর্বোচ্চ ৫ হাজার রুপি জিতেছেন।

কর কেটে নেওয়ার পরে অনুপ প্রায় ১৫ কোটি রুপি পাবেন। এই অর্থ দিয়ে কি করবেন, এমন প্রশ্নের জবাবে অনুপ বলেন, প্রথমে তার পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন তিনি ৷ এরপর তার যত ঋণ আছে সেগুলো পরিশোধ করবেন অনুপ ।

এছাড়াও অনুপ জানান, তিনি আত্মীয়দের সাহায্য ও কিছু অর্থ দান করবেন।

মালয়েশিয়া নয়, কেরালাতেই হোটেল ব্যবসার করার ইচ্ছা এখন অনুপের।

সূত্র: এএনআই

সর্বশেষ - আইন-আদালত