সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তিতাস নদী থেকে কারেন্ট জাল জব্দ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১:০১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে অভিযান চালিয়ে অবৈধ ৬০টি চায়না রিং জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেই জাল গুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়। আগুনে পুড়ে বিনষ্ট করা জালের বাজার মূল্যে প্রায় চার লাখ টাকা।

সোমবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত  তিতাস নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসের উদ্যোগে তিতাস নদীতে অভিযান চালিয়ে অবৈধ ৬০টি চায়না রিং জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, দেশীয় মাছের পোনা ও প্রজননক্ষম মাছ রক্ষার্থে ভোরবেলা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত আখাউড়া উপজেলা তিতাস নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - দেশজুড়ে