এখনো তারুণ্য ধরে রেখেছেন বলিউড তারকা শিল্পা শেঠি। সংসার, স্বামী-সন্তান, সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভোলেন না তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপস করতে রাজি নন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া শিল্পার একটি ভিডিও সে কথাই আবার প্রমাণ করেছে। তাতে দেখা যায়, ভাঙা পা নিয়েও শরীরচর্চায় ব্যস্ত শিল্পা।
আনন্দবাজার ডিজিটাল তাদের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং করছিলেন শিল্পা। সেটে শট দিতে গিয়ে পা ভেঙে যায় তার। তবে সেই ভাঙা পা নিয়েও শরীরচর্চা বাদ দেননি তিনি।
মাঝে-মধ্যে নিজের প্রতিদিনের জীবনের কিছু দৃশ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শিল্পা শেঠি। কখনো রান্নার ভিডিও, আবার কখনো ধ্যান বা শরীরচর্চার ছবি। নেটদুনিয়ায় দেখা যায় সবই। এবার ভাঙা পা নিয়ে শরীরচর্চার সেই দৃশ্যও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।