চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটির মতে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া এবং রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময় মূল্যস্ফীতির হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা কার্যালয়ে প্রকাশিত এশীয়ান ডেভলপমেন্ট আউটলুকে এসব তথ্য জানানো হয়।
এসময় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও।
এ অবস্থায় রাজস্ব আদায় বাড়াতে সরকারকে তাগিদ দিয়েছে এডিবি।