বুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাল্যবিয়ের অভিযোগ, বরসহ পুরোহিত জেলে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২২ ৬:১৯ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে ঘটে এক নাটকীয় ঘটনা। ঘটনাটির সূত্রপাত সোমবার রাতে। জেলার ঘাটাল থানায় খবর আসে বিয়ের উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও একটি মেয়ের বিয়ে হচ্ছে মনসুকা নামের একটি গ্রামে। বর-কনের বাড়ি হুগলির খানাকুলে। তবে বরকতিপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এই বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে গোপনে।

খবর পেয়ে ছাদনাতলায় দ্রুত ছুটে যায় পুলিশ। জানা যায়, কনের বয়স মাত্র ১৫ বছর। অষ্টম শ্রেণির ছাত্রী সে।

পুলিশকে দেখেই দৌড় দিয়ে পালাতে শুরু করেন বিয়েতে আসা অতিথিরা। তবে বর-কনে এবং পুরোহিত পালাতে পারেননি। তাদের আটক করে নিয়ে যাওয়া হয় ঘাটাল থানায়।

মঙ্গলবার ঘাটাল মহকুমা আদালত চত্বরে চোখে পড়ার মতো ভিড়। আদালতে আনা হয়েছে বর ও কনের সাজে তরুণ-তরুণীকে। আর তাদের সঙ্গে রয়েছেন পুরোহিতও। কী মামলায় তারা আটক হলেন তা জানতে মানুষের কৌতূহলের যেন শেষ নেই।

পরে জানা যায়, নাবালিকাকে বিয়ের অভিযোগে গ্রেফতার হন যুবক। ঘাটাল মহকুমা আদালত বর ও পুরোহিতকে ১০ দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন। আর কনেকে পাঠানো হয় তার মা-বাবার কাছে।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ - আইন-আদালত