রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত কামাল, কচুয়ায় শোকের মাতম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ

৬ মাসের ছুটি কাটিয়ে সৌদিতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চাঁদপুরের কচুয়ার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে মো. কামাল উদ্দিন সরকার।

কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদিতে ছিলেন। ৬ মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি ফের সৌদি চলে যান।

শনিবার সৌদি আরবের কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে তিনি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ৩ ছেলে-মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

 

সর্বশেষ - আইন-আদালত