ইতালির জাতীয় নির্বাচনে রক্ষণশীল জোট জয় পেয়েছে। বিবিসি জানিয়েছে, ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ডানপন্থী জোট ক্ষমতা পেতে যাচ্ছে ইতালিতে।
ভোটের প্রকাশিত ফলাফলে জরিপের সঙ্গে মিল পাওয়া গেছে।
অর্ধেক ভোট গণনার পর দেখা যায়, জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছে। এর আগে দলটি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল। ইতালির বহু সমস্যার সমাধানে নতুন একজনকে বেছে নিয়েছেন ভোটাররা।জর্জিয়া মেলোনির মিত্র মাত্তেও সালভিনির লিগ নির্বাচনে বাজে ফলাফল করেছে। দলটি প্রায় ৯ শতাংশ ভোট পেয়েছে। দলটি চার বছর আগের নির্বাচনে ১৯ শতাংশের মতো ভোট পেয়েছিল।
রক্ষণশীল দলগুলোর মধ্যে সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়া পেয়েছে ৮ শতাংশ ভোট। শরিক হিসেবে জোটে অবস্থান পোক্ত হয়েছে ব্রাদার্স অব ইতালির।
ইতালির ক্ষমতা থেকে সদ্য বিদায়ী মধ্য-বাম ডেমোক্রেটিক পার্টি পেয়েছে প্রায় ১৯ শতাংশ ভোট। নিরপেক্ষ ফাইভ স্টার মুভমেন্ট পেয়েছে ১৬ শতাংশ ভোট। মধ্যপন্থী অ্যাকশন গ্রুপ ৭ শতাংশের কিছুটা বেশি ভোট পেয়েছে।
আভাস মিলেছে, জর্জিয়া মেলোনির জোট পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ দুটিতেই পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
সূত্র: বিবিসি, রয়টার্স।