ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির এসি আব্দুল্লাহ-আল-মামুনকে লালবাগ (পেট্রোল-লালবাগ) বিভাগে, মো. আব্দুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন তালুকদারকে লজিস্টিকস্ বিভাগে, মো. শহীদুল ইসলাম খান ও মো. আফজাল হোসেনকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড আ্যন্ড কন্ট্রোল সেন্টারে পদায়ন করা হয়েছে।