ফেনীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফখরুল ইসলাম (২০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দুরপুর বালিকা শাহী দারুল উলুম মাদ্রাসায়।ধর্ষক ফখরুল ইসলাম বালিগাঁও ইউনিয়নে ৪নং ওয়ার্ড়ের সুমি পাটোয়ারী বাড়ীর মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিগাঁও ইউনিয়নের সুন্দুরপুর বালিকা শাহী দারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থী সোমবার সকালে মাদ্রাসায় আসে। টিফিনের সময় শিশুটিকে চকলেট দেয়ার কথা কথা বলে ওই মাদ্রাসার ভবনের ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। মেয়েটি মাদ্রাসার ক্লাশ শেষে দাদী বাড়িতে যায়। সেখানে প্রকৃত ঘটনা সে তার দাদীকে জানায়। বিষয়টি নিয়ে শিশুটির দাদী আজ মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেয়। ফেনী মডেল থানা পুলিশ দুপুরে মাদ্রাসা থেকে ধর্ষক শিক্ষককে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। ভিকটিমের পরিবারের কাছ থেকে অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।