আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে (পনেরো পারা) তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় সৌদি আরবের দূতাবাস।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দূতাবাসে তাকরিমকে এ শুভেচ্ছা জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় তাকরিমের সঙ্গে তার শিক্ষকও ছিলেন।
বাংলাদেশের আলেম ও হাফেজদের প্রশংসা করে রাষ্ট্রদূত সামনের দিনে আরও বেশি বাংলাদেশি হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি আরবের মক্কা নগরীর হারাম শরিফে সম্প্রতি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রুপে অংশ নেন। প্রতিটি গ্রুপে আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তাকরিম চতুর্থ গ্রুপে তৃতীয় হয়েছে।
দেশে ফেরার পর তাকে সরকার, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন সংবর্ধনা জানিয়েছে।