বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এই সাতদিন দেশে থাকলে অতো ভালো প্রস্তুতি হতো না: মিরাজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৬:১৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজের আগে মাঝের সময়ে কোনো খেলা ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। মাঝের সময়কে কাজে লাগাতে খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের চাওয়ায় আরব আমিরাতে পাঁচদিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ক্যাম্পে স্বাগতিক আরব আমিরাত দলের সঙ্গে দুই ম্যাচের ফ্রেন্ডশিপ সিরিজও খেলেছে টাইগাররা। যার প্রথমটি ৭ রানে ও পরেরটি ৩২ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। এ দুই ম্যাচে জয় ছাড়া কোনোকিছুই তেমন প্রত্যাশামাফিক করতে পারেনি বাংলাদেশ।

দুই ম্যাচে ফিফটি হয়েছে মোটে একটি। প্রথম ম্যাচে ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব। পরের ম্যাচে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৪৬ রান। বল হাতে মিরাজ ও শরিফুল ইসলাম নেন তিনটি করে উইকেট। পরের ম্যাচে মোসাদ্দেক সৈকতের শিকার দুই উইকেট।

এর মধ্যে প্রথম ম্যাচে মাত্র ১৫৮ রানের পুঁজি নিয়ে আমিরাতকে চেপে ধরেও ডেথ ওভারের বাজে বোলিংয়ের কারণে হারতে বসেছিল টাইগাররা। শেষমেশ ৭ রানে জিতলেও সার্বিক পারফরম্যান্সের দৈন্যদশা ফুটে ওঠে প্রকটভাবে। পরের ম্যাচে ভালো অবস্থানে থেকেও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

তবে ম্যাচের ফলাফলের চেয়ে প্রস্তুতির দিকটিতেই বেশি জোর দিচ্ছেন দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মিরাজ। তার মতে, এ সাতদিন দেশে থাকলে প্রস্তুতি অতো ভালো হতো না। আমিরাতে অনুশীলনের সুযোগ-সুবিধা ও দুইটি ম্যাচ জেতার আত্মবিশ্বাস দলের জন্য ভালো হবে মনে করেন মিরাজ।

মঙ্গলবার রাতে সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমে মিরাজ বলেছেন, ‘একটা জিনিস দেখেন, আমরা যদি এই সাতদিন দেশে কাটাতাম হয়তো আমাদের প্রস্তুতি অতো ভালো হতো না। আমরা দুবাই এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। অবশ্যই সিরিজ খেলাটা, জেতাটা উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে।’

তিনি আরও বলেন, ‘প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেখানে অনুশীলন করেছি, সুযোগ-সুবিধা পেয়েছি তা অনেক ভালো ছিল। আমরা যে ম্যাচ দুইটা খেলেছি বিশ্বকাপে যাওয়ার আগে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সাতটা দিন আমাদের প্লেয়াররা ভালোভাবে কাজে লাগিয়েছে।’

সর্বশেষ - দেশজুড়ে