ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেরি চেরেভাতি বলেন, ‘আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, লিমান শহরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু ইউক্রেনের বাহিনীর অভিযানে অনেক রুশ সেনা হতাহত হওয়ায় এ সংখ্যা এখন কমে এসেছে।’
জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দেয়নি ভারত ও চীন
সেরি চেরেভাতি বলেন, রুশ সেনাদের সাফল্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারে লিমান শহরের গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। শহরটি ইউক্রেনের সেনারা দখল করতে পারলে ক্রেমিনা ও সেভরোদোনেৎস্ক শহরে অগ্রসর হওয়া তাঁদের জন্য সহজ হবে। বর্তমানে শহর দুটিতে রুশ সেনাদের শক্ত ঘাঁটি আছে।