যুবলীগ কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান করোনায় আক্রান্ত শেখ ফজলে শামস্ পরশের আশু আরোগ্য কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির পক্ষে তার অনুসারীরা রবিবার সকাল ১১টায় নগরীর বান্দ রোডের বিআইপি কলোনীর শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে মহানগরীর যুবলীগের উদ্যোগে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে যুবলীগ চেয়ারম্যানের আশু আরোগ্য কামনা করা হয়।
দোয়া-মোনাজাতে মহানগর যুবলীগ আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও আওয়ামী লীগ নেতা মেজবাউল হক দিপু সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৯ সেপ্টেম্বর যুবলীগ চেয়ারম্যানের করোনা পজেটিভ হয় বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।