গাজীপুরের শ্রীপুরে আলোচিত রানা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
শনিবার বিকালে কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকাশ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার আব্দুল করিমের ছেলে। সে রানা মিয়াকে হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, গ্রেফতার আকাশ রানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আসামি আকাশকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।