ইউক্রেন যুদ্ধ প্রশ্নে বিলাওয়াল বলেন, ‘সংলাপ ও কূটনীতির মধ্য দিয়ে শান্তির পথ খুঁজে বের করতে হবে। আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ জানাচ্ছি আমি।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আল–জাজিরার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কিনা। বিলাওয়াল সঙ্গে সঙ্গে বলেন, তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন না। এ সংঘাতে পাকিস্তান কারও পক্ষ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এ ইস্যুতে তাঁর অবস্থান তাঁর দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিবেশী দেশ আফগানিস্তানের সংঘাত পরিস্থিতির প্রসঙ্গ টেনে আল–জাজিরাকে বিলাওয়াল বলেন, ‘আমরা ওই সংঘাতে ভুক্তভোগী হয়েছি। ৮০ হাজার পাকিস্তানিকে প্রাণ দিতে হয়েছে। আমার মাকেও জীবন দিতে হয়েছে। আমরা গোটা পরিস্থিতি থেকে সরে এসেছি।’
বিলাওয়াল আরও বলেন, ‘২০ বছরের যুদ্ধ ও সংঘাত দেখতে দেখতে আমরা অসুস্থ ও ক্লান্ত। শেষ পর্যন্ত আমরা দেখেছি, মানুষ কী ভাবছে তার পরোয়া না করে আমাদের কিংবা আফগানদের সঙ্গে কথা না বলেই আলোচনা শুরু হয়েছিল। আপনি পছন্দ করুন বা না করুন, এর একটি সমাপ্তিও টানা হয়েছে।’
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘আমি এতটুকুই বলব যে ইউক্রেনে এ মুহূর্তে যা ঘটছে, তা নিয়ে রুশদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। পশ্চিমা বিশ্বেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আপনারা যে দৃষ্টিভঙ্গিই পোষণ করে থাকুন না কেন, এটি নিশ্চিতভাবেই আরেকটি বিশ্বযুদ্ধ শুরু করার যথাযথ সময় নয়।’