নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মিজানুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কে কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সিংড়া উপজেলার পারাজয় নগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
তিনি গ্রিন ইউনানি হারবাল ওষুধ কোম্পানির নাটোর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার কয়েন এলাকায় রাজশাহী থেকে পাবনাগামী একটি প্রাইভেটকারের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।