বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পাম তেলের দাম কমল, বাড়ল চিনির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ১২:২০ অপরাহ্ণ

দেশে চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। অন্যদিকে পাম তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার ভোজ্যতেল আমদানিকারক ও শোধনকারীদের সঙ্গে বৈঠকের পর জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান। শিগগিরই এ নতুন মূল্য কার্যকর হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আগামীকাল থেকে শোধনকারীরা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, খোলা চিনির দাম প্রতি কেজি ৮৪ টাকা থেকে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত চিনির দাম ৮৯ টাকা থেকে ৯৫ টাকা কেজিতে খুচরা পর্যায়ে বিক্রি করা হবে।

অন্যদিকে নতুন দাম অনুযায়ী, এক লিটার পাম তেলের দাম ১৩৩ টাকার বদলে ১২৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নয়টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিল সরকার। ওই সময় চিনির দাম কমানো হয়েছিল। কিন্তু ১৫ দিন পার হতেই আবারও আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সময় প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয়েছিল ৮৯ টাকা আর খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা। তখন বাজারে ৯০-৯৫ টাকায় চিনি বিক্রি হচ্ছিল।

 

সর্বশেষ - আইন-আদালত