বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শাকিবকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন তপু খান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

ঢালিউড সুপারস্টার শাকিব খান। আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই পছন্দ করেন সবসময়। কখনো অভিনয় আবার কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে। থাকেন সব সময় খবরের শিরোনামে।

সম্প্রতি বুবলির সঙ্গে সম্পর্ক ও ছেলের পরিচয় গোপনের কারণে সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। এরই মধ্যে একের পর এক নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিচ্ছেন বাংলার কিং খান। তাকে নিয়ে নতুন আরও আরেকটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক তপু খান।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নির্মাতা তপু খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। প্রি-প্রোডাকশনও শুরু হয়ে গেছে। মূলত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং ও কিছু অংশের ডাবিংয়ের সময় সিনেমাটি দেখে শাকিব ভাইয়ের ভালো লাগে।

তিনি আরও বলেন, শাকিব ভাইয়ের সেই ভালো লাগা থেকেই আমাদের নতুন সিনেমার পরিকল্পনা করা। সিনেমার নাম, অভিনয়শিল্পী, সিনেমাটির কবে শুটিং শুরু হতে পারে, সবকিছু কয়েকদিন পরে জানাতে পারবো। এখন আমার সিনেমা ‘লিডার- আমিই বাংলাদেশ’ কাজ চলমান। একই সঙ্গে নতুন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

জানা গেছে, এই সিনেমাটি প্রযোজনা করবেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস।

সর্বশেষ - আইন-আদালত