শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নদীভাঙনে দিশেহারা হরিনাপাটি গ্রামের মানুষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৮, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ

রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি গ্রাম। নদী গর্ভে বিলীন হয়ে গেছে এ গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে ওই গ্রামের মানুষ।

মানববন্ধনে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, হরিনাপাটি মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুর রউফ, আব্দুল মালিক, হাজী আজমান আলী মাষ্টার, সমাজসেবক মো. রফিক মিয়া, শওকত আলী মেম্বার, হারুন মিয়া, আঞ্জব আলী, মুজিবুর রহমান মেম্বার প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে হরিনা পাটি গ্রামের মানুষ। রাতের আঁধারে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। সেটা প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেই। এভাবে নদী ভাঙতে থাকলে গ্রামের সব কিছু নদী গর্ভে চলে যাবে।

উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - সারাদেশ