পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেন্টোরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এসময় লোকজনকে সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
পুলিশ জানিয়েছে, শপিংমলের ভেতর থেকে মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাছাড়া আগুন নেভানোর কাজ চলছে।
সিডিএ চেয়ারম্যান ও ইসলামাবাদের প্রধান কমিশনার (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন মোহাম্মদ উসমান ইউনিস বলেন, ফায়ার ব্রিগেড, পাকিস্তান নৌবাহিনী, পাকিস্তান বিমান বাহিনী ও রেসকিউ ১১২২ আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া ভেতরের আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে।