রাজনীতিতে সৎ চরিত্রের মানুষরাই টিকে থাকবেন। অসৎ চরিত্রের মানুষরা রাজনীতিতে ঢুকে গেলে তা জাতির সর্বনাশ ডেকে আনবে।
রোববার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য আওয়ামী লীগ নেতা এবং কূটনীতিক আতাউর রহমান খান কায়সারের দ্বাদশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এ কথা বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি আরও বলেন, একটি অসৎ উদ্দেশ্যেই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে। তা প্রতিহত করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য। না হলে এদেশ বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হয়ে যাবে।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা আতাউর রহমান খান কায়সারের ভাবশিষ্য, তাদের সৎ ও সততার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তাহলেই আগামী নির্বাচনে নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে।
এসময় চট্টগ্রাম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রয়াত আতাউর রহমান খান কায়সার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান এমপির পিতা।