ঢাকা রিপোর্টাস ইউনিটিতে শনিবার (৮ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছিলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে। এর বাইরে কারো কথায় চলবে না’।
এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ১০ তারিখ নয়। যখনই এই সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তখন থেকে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল চায়নি যে এই সরকার ক্ষমতায় থাকুক। জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদের দাবি অনুযায়ী আমরাও মাঠে নেমেছি।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দেশে পরিচালনা এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এজন্য যত দ্রুত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করবে, এটাই তাদের প্রত্যাশা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।