সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সোনাগাজীতে পুলিশের মামলায় আবদুল আউয়াল মিন্টুর জামিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১০, ২০২২ ৬:৫৯ পূর্বাহ্ণ

ফেনীর সোনাগাজী উপজেলায় বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জামিন দিয়েছেন আদালত।

তার আইনজীবীরা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টু আজ সোমবার (১০ অক্টোবর) ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আবু তাহের, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন আহমেদ, পার্থ পাল চৌধুরীসহ অনেক আইনজীবী অংশ নেন।

এর আগে ১ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

জানা গেছে, চলতি বছরের ২৯ আগস্ট সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ।

সর্বশেষ - সারাদেশ