লক্ষ্মীপুর সদর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আনিকা (১৭) আক্তার নামের এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হওয়া মা জোৎসনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদকে (৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরে থাকা আনোয়ারের মেয়ে আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। দগ্ধ হন তার মা জোৎসনা ও ভাই রোকন মাহমুদ।
স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু ও দুইজন দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।