জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মশা নিধন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পড়াশুনায় ও গবেষণা কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ আবশ্যক। কিন্তু সরকার সেটাও নিশ্চিত করতে পারছে না। এ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাব দীর্ঘদিন ধরে। এখানে একটা কেন্দ্রীয় সুয়ারেজ লাইন পর্যন্ত নাই। দীর্ঘদিন বিভিন্ন সংগঠন প্রশাসনের নিকট এসব দাবি-দাওয়া জানিয়ে আসছে। তবুও প্রশাসন এ সমস্যা সমাধান করতে পারছে না। মশার কামড়ে শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এসব অব্যবস্থাপনা প্রশাসনের নিরসন করতেই হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ক্যাম্পাসে তিন থেকে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী পেয়েছি। আজকে যখন ডেঙ্গু রোগী বাড়ছে তখন ক্যাম্পাসের যত্রতত্র অব্যবস্থাপনা। অবিলম্বে মশা নিধনের ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি প্রমুখ।