কিয়েভসহ অনেক শহরে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার বিরুদ্ধে বদলার হুমকি ইউক্রেনের
টেলিগ্রামে কিয়েভের মেয়র বলেন, এটা ড্রোন হামলা ছিল। উদ্ধারকারী ব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, কথিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শেভচেনকিভস্কি একটি ব্যস্ততম এলাকা। কার্চ সেতুতে বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করে গত সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। সে সময় কিয়েভের শেভচেনকিভস্কিতেও হামলা হয়।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪
কার্চ সেতু: পুতিনের অবকাঠামো উন্নয়নের ‘রাজমুকুটের কোহিনূর’
সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। রাশিয়াকে এসব ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। তবে এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।