জাতীয়করণ হচ্ছে আরও দুটি বিদ্যালয়। প্রতিষ্ঠান দুটি হলো- হবিগঞ্জ উপজেলার বাহুবল উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এসব প্রতিষ্ঠানের পদসৃজনে সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, জাতীয়করণ হওয়া মাধ্যমিকপর্যায়ের দুই বিদ্যালয়ের জনবল আত্মীকরণের জন্য পদসৃজনের বিষয়ে যৌক্তিকতা নিরূপণ সংক্রান্ত কমিটির সভা শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারের সভাপতিত্ব করেন। সভায় সৃষ্ট জনবল নিয়োগে সব প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
জানতে চাইলে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন জাগো নিউজকে বলেন, জাতীয়করণ হওয়া দুই বিদ্যালয়ে জনবল নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সভা হয়েছে। সেখানে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের জমা দেওয়া সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। জনবল নিয়োগের জন্য পরবর্তীসময়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, সারাদেশে এ পর্যন্ত সাড়ে তিনশোর বেশি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তার সঙ্গে আরও দুটি প্রতিষ্ঠান যোগ হলো।