বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজার মো. ইজাজুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় একটি বেকারি থেকে ৫০ হাজার, পরিমাপে কম দেয়ায় একটি মিষ্টান ভাণ্ডার থেকে ৩০ হাজার, কমল ফল স্টোর থেকে ৫ হাজার, রাসেল ফল ভাণ্ডার থেকে ৫ হাজার এবং পাদ্রীশিবপুর বাণিজ্য ভাণ্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় বিএসটিআই পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও মোহসীন রাব্বানী সহ অন্যঅন্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আবুজার মো. ইজাজুল হক।