ক্রমেই এগোতে থাকা ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চল থেকে হাজারো নাগরিক ও রাশিয়ার নিয়োজিত কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। রুশ সমর্থিত স্থানীয় নেতা ভ্লাদিমির সালদো এ খবর নিশ্চিত করেছেন।
ভ্লাদিমির সালদো বলেন, ৫০ থেকে ৬০ হাজার নাগরিক দনিপার নদীর পশ্চিম তীরের চার শহর থেকে ‘সুশৃংখলভাবে ধীরে ধীরে সরে যাবে’। খেরসন শহরে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারাও নদীর অন্যপারে চলে যাবেন বলে জানা গেছে।
রাশিয়ার টিভিতে সম্প্রচারিত ফুটেজে দনিপার নদীর কাছে বেশ কিছুসংখ্যক মানুষকে জড়ো হয়ে নৌযানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে ঠিক কতোজন শহর ছেড়ে চলে যাচ্ছে তা জানা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, এক মাসও হয়নি খেরসনকে নিজেদের সঙ্গে জুড়ে নেওয়ার অনুষ্ঠান আয়োজন করেছিল রাশিয়া।
গত সোমবার ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন সামরিক কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনও খেরসনের পরিস্থিতিকে ‘কঠিন’ হিসেবে অভিহিত করেন। সূত্র: বিবিসি।