ঢাকার ধামরাইয়ে জমি থেকে মাটি নিতে বাধা দেওয়ায় সেলিম তালুকদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে মাটিখেকো একটি চক্র। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় তালুদার পল্লিতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম তালকুদার পেশায় রিকশাচালক ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত আব্দুল কাদের তালুকদার ও তার স্ত্রীকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একই এলাকার মাটিখেকো আব্দুস সাত্তার, তার ছেলে মো. জাহিদুর রহমান জাহিদ, দ্বীন ইসলাম ও শ্যালক লিটন মিয়াসহ ৩০-৩৫ জন সেলিম তালুকদারের জমি থেকে মাটি লুট করতে থাকেন। এ সময় জমির মালিক তাদের বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে মাটি লুট অব্যাহত রাখেন তারা। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি কাটতে নিষেধ করে।
কিছু সময় মাটিকাটা বন্ধ রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে ফের মাটি কাটা শুরু হয়। এ সময় বাধা দিতে গেলে সেলিম তালুদার ও তার পরিবারের ওপর হামলা করেন অভিযুক্তরা। লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে সেলিম তালুকদারসহ তার বাবা-মাকে গুরুতর আহত করা হয়।
পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত তার বাবা-মাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।
ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।