ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন।
শুক্রবার (২১ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) কলেজ থেকে রিকশাযোগে আদাবরে নিজ বাসায় যাচ্ছিলেন। তারা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান।
সেখানে মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে ভয় দেখায় এবং মারধর করেন। এসময় আরও দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গুলি করার ভয় দেখিয়ে সাড়ে ৪৫ হাজার ছিনিয়ে নেন। এ ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।