আনোয়ারা খানম উপজেলার শালবাহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী। তিনি শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা সড়ক দুর্ঘটনায় ওই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, আজ সকালে আনোয়ারা খানম তাঁর স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়।
এতে আনোয়ারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।