রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চলমান সংলাপের অংশ হিসেবে রোববার (২৩ অক্টোবর) দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দুটি বৈঠক হবে।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার বিকেল ৪টায় ন্যাপ ভাসানী ও বিকেল ৫টায় পিপলস লীগের সঙ্গে বৈঠক হবে। ন্যাপ সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে এবং পিপলস লীগ সভাপতি গরিবে নেওয়াজের নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত থাকবেন।