রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মেক্সিকোতে ঘূর্ণিঝড় ‘রোজলিনের’ আঘাত, বন্যার আশঙ্কা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় ‘রোজলিন’ আঘাত হেনেছে। এতে দেশটির বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ামিভিত্তিক জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, এ সময় বাতাসের গিতি বেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৩ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া কেন্দ্র জানায়, রোজলিন আঘাত হানার পরই ঝড়ের গতি বেড়েছে। তাছাড়া অত্যাধিক বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে ঝড়টি যতিই মূল ভূখন্ডে প্রবেশ করবে ততোই দুর্বল হবে বলেও জানানো হয়েছে।

অক্টোবরের শুরুতে মেক্সিকোতে ঘূর্ণিঝড় ওরল্যান আঘাত হানে। চার মাত্রার ঘূর্ণিঝড়টিতে তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাছাড়া থমথমে পরিবেশ বিরাজ করছে পটুয়াখালীর কলাপাড়াসহ বঙ্গোপসাগর বেষ্টিত এলাকায়।

রোববার (২৩ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে এখন পর্যন্ত সমুদ্রের উত্তাল বা বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়নি। স্থানীয়রা জানান, ২০০৭ সালের সিডরের আগের কয়েকদিনের আবহাওয়া যেভাবে ছিল ঠিক সেই আবহাওয়া বর্তমানে বিরাজ করছে।

সর্বশেষ - দেশজুড়ে